এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল শনিবার হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ঝেংজুনের হাতে সেরা প্যাভিলিয়নের পুরস্কার তুলে দেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ছাড়াও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও হুয়াওয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
১৬ জানুয়ারি শুরু হওয়া ডিজিটাল বাংলাদেশ মেলায় প্রথমবারের মতো ফাইভ–জি অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় হুয়াওয়ে, যেখানে গতি ছিল সেকেন্ডে ১ দশমিক ৬ গিগাবাইট। এতে পুরো মেলায় সব বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল হুয়াওয়ে প্যাভিলিয়নে।
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে, যা বিশ্বের এক-তৃতীয়াংশ জনসংখ্যার সমান।
Leave a Reply