১৮/১১/২০২০
ফাহাদ বিন হুমায়ুন
কোভিড ১৯ প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। সমাজের প্রতিটি স্তরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রতিরোধ গড়ে তোলার ব্রত নিয়ে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ বিদ্যালয়ের রাস্তার পাশে বিনামূল্যে মাস্ক বিতরণ করে আল-আমিন স্কুল এন্ড কলেজ ছাত্রী শাখা। এ সময় প্রায় শতাধিক পথচারীর মাঝে মাস্ক বিতরণ ও পড়িয়ে দেওয়া হয়। সকালে ছাত্রী শাখার সামনে ওই বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীরা রাস্তায় মানবপ্রাচীর তৈরি করে মাস্ক বিতরণ ও পড়িয়ে দিয়ে জনসাধারণ মাঝে সচেতনতা সৃষ্টি করেন। ছাত্রী শাখার এ সচেতনতামূলক কার্যক্রমে যোগ দেন প্রধান ক্যাম্পাসের অধ্যক্ষ কর্ণেল ডাঃ শাহাদাত হোসেন (অবঃ)।
মাস্ক বিতরণকালীন সময়ে আল-আমিন স্কুল এন্ড কলেজ ছাত্রী শাখার ইনচার্জ নাসরিন পারভীন বলেন, করোনা আবৃত সারা পৃথিবী। দ্বিতীয় ধাপকালীন সময়ে মানুষ বেশি বিপদগ্রস্ত কিন্তু সচেতনতার খুব অভাব দেখা দিয়েছে। এই সময়ে আমরা মনে করছি সকলে মাস্ক পড়া দরকার এবং ডাক্তারদের পরামর্শ মতো চলাফেরা করা দরকার, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে সচেতনামূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখার দায়িত্বে উম্মে কুলসুম, শিক্ষিকা হাসিনা আক্তার ও সানজিদা ফারহানা প্রমুখ।
Leave a Reply