৩০/১১/২০২০
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে মনোনীত হওয়ায় চাঁদপুরের সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি চাঁদপুর পৌর মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল । পাশে আজীবন সদস্যের ঘোষণা পত্র পাঠ শেষে তুলে দিচ্ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও চাঁদপুর প্রেসক্লাবের মনোনীত নবনির্বাচিত আজীবন সদস্য এড. জিল্লুর রহমান জুয়েলকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহছান উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক যথাক্রমে সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূএধর, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আলম পলাশ ও আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সাংবাদিকবৃন্দ।
Leave a Reply