২৯.১১.২০২০
রাইহান আহমেদ
চাঁদপুরে নৌ পুলিশের উপর হামলার মামলায় রাজরাজেশ্বর ইউনিয়নের মেম্বার পারভেজ গাজি রনিকে আটক করেছে নৌ পুলিশ।
গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর’২০ এই ২২ দিন নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আর সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ পারভেজ গাজী রনিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানা পুলিশ আটক করেছে।
নৌ-থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ইউপি সদস্য রনিকে আটক করে শহরের ট্রাকঘাটস্থ নৌ-পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নৌ-থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, নৌ-পুলিশের উপর হামলার মামলায় আটক পারভেজ গাজী রনি এজাহারভুক্ত ও হুকুমের আসামি। সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
Leave a Reply