সাজিদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ট্রলার ও বলগেট থেকে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৯ নভেম্বর (সোমবার) সকালে ইউনিয়নের লক্ষীরচর এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহতাবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন।
আহতরা হলেন, জসিম হাওলদার (৪০), অামেনা অাক্তার (৩৫), ইউসুফ হালদার (৬০), জান্নাত (১৩), সেলিম হাওলাদার (২২), ওয়াজউদ্দিন হাওলাদার (৪০) ও হাসিনা অাক্তার (২৫) ।
এ ব্যাপারে আহত জসিম হাওলাদার বলেন, লক্ষীরচরে দীর্ঘদিন ধরে বলগেট ও ট্রলারে চাঁদা তোলা হচ্ছে। ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে দুটি পক্ষ দীর্ঘদিন চাঁদা তুলছে। চাঁদা তুলতে বাঁধা দেয়ায় অামাদের উপর রাজরাজেশ্বর ইউপি মেম্বার মাসুদ পারভেজ রনির নেতৃত্বে লোকজন হামলা চালায়। তারা অামার বাড়িতে হামলা চালিয়ে আমার পরিবার পরিজনদের গুরুতর অাহত করে।
এ ব্যাপারে ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, মূলতঃ হামলার ঘটনাটি অামার ইউনিয়নে হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো ট্রলার ও বলগেট থেকে ইউনিয়ন পরিষদ চাঁদা তোলার অনুমতিপত্র দেয়নি। তারা জাহাজ মালিক সমিতির অনুমতি নিয়ে চাঁদা তোলার কাজটি করে আসছে। এ ঘটনায় আমার ইউনিয়নের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। হামলার ঘটনাটি মূলতঃ শরিয়তপুর জেলার কাচিকাটা ইউনিয়নে সংগঠিত হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, বলগেট ও ট্রলার থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply