সবাইকে চমকে দিয়ে সিরি আ লিগে ফিওরেন্তিনার বিপক্ষে মঙ্গলবার ঘরের মাঠে ৩-০ গোলে হেরে গেছে তারকাবহুল জুভেন্তাস। বছরের শেষ ম্যাচে জুভেন্তাস মৌসুমের প্রথম হারের দেখা পেয়েছে। দলে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলেও গোল আসেনি। এই হার তিনি মানতে পারছেন না। তাই সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করে সমর্থকদের বিশ্বাস হারাতে বারণ করেন রোনালদো।
নিজের একটি হতাশার ছবি পোস্ট করে রোনালদো লিখেন, ‘কাল আমরা খুব খারাপ খেলেছি। এমন ফলাফল মেনে নেওয়া খুব কঠিন। ২০২০ সালের শেষ ম্যাচ খেললাম। ফাঁকা স্টেডিয়াম, করোনাবিধি, খেলা বাতিল হওয়া, বহুদিন না খেলা এবং পর পর খেলা এই সব নিয়ে স্মরণীয় হয়ে থাকবে বছরটা। তবে এগুলো অজুহাত হতে পারে না। আমাদের আরও ভালো খেলতে হবে। জয়টাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমরা জুভেন্তাস! মাঠে সেরা হওয়ার বাইরে আর কোনোকিছু মেনে নিতে পারি না।’
পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, এই হারে রোনালদো কতটা মানসিক আঘাত পেয়েছেন। মন খারাপ করে যেতে হচ্ছে ক্রিসমাসের ছুটিতে। হার থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে রোনালদো আরও লিখেছেন, ‘এই হারের ধাক্কা আশা করি আগামী বছর আমাদের সেরাটা বের করে আনতে সাহায্য করবে। বছর শেষ হলেও মৌসুম এখনও শেষ হয়নি। আমরা আবার উৎসবে মাতব। আমাদের ওপর বিশ্বাস রাখুন যতটা আমরা আপনাদের ওপর রাখি। আমরা ফিরে আসবই।’
Leave a Reply