এস.আর সোহাগ
বাংলাদেশে সংবিধান ও আইন-আদালত বিষয়ক সাংবাদিকতার বাতিঘর মিজানুর রহমান খান (৫৪) আর নেই। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান প্রথম আলোর যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। আগামীকাল সকালে জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও প্রথম আলো কার্যালয়ে জানাজার পর তাঁকে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশিষ্ট সংবাদিক মিজানুর রহমান খান মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী, পাঁচ ভাই, তিন বোন, অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইরাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খানের জ্যেষ্ঠ সহোদর। নয় ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরতাঁর কর্মস্থল দৈনিক প্রথম আলো অফিসে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাদ যোহর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply