নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের অন্যতম সেরা কোম্পানি ওয়ালটনের বর্তমানে ডিজিটাল ক্যাম্পেইন সিজন – ৯ এ ফ্রিজ জিতে নিলেন আনিসুর রহমান লিটন।
এই অফারে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর সরকার বাড়ির বাসিন্দা আনিসুর রহমান লিটন শাহাতলী বাজার মেহেদী ইলেকট্রনিক থেকে একটি ফ্রিজ ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) ১১ সিএফটি দাম ২২ হাজার নয় শ’৪৯ টাকা দামের ওয়াল্টন ডিপ ফ্রিজার ক্রয় করে ৮ সিএফটি যাহার মূল্য ১৯ হাজার ৫ শত টাকা দামের জিতে নেন আরেকটি ফ্রিজ।
ওয়ালটনের ফ্রিজ ফ্রি পাওয়ার প্রতিক্রিয়ায়
আনিসুর রহমান লিটন বলেন, ওয়ালটনের ফ্রিজ কেনার সুবাদে জীবনের ৫৫ বছরেরও বেশি সময় পরে প্রথম কোনো পুরস্কার পাওয়ায় অত্যন্ত আনন্দিত এটা কাউকে বলে বুঝাতে পারবো না। জীবনের এই আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য ওয়ালটনের কোম্পানির কাছে আমি কৃতজ্ঞ। ওয়ালটন এরকম আরো অপার ও গ্রাহকবান্ধব কর্মসূচির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাবুরহাট ওয়ালটন প্লাজার ম্যানেজার আব্দুর রাজ্জাক, আরো উপস্থিত ছিলেন মেহেদি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী ইমরান হোসেন এবং মুন্সির হাট বাজারের ব্যবসায়ী মেসার্স জান্নাত ইলেকট্রনিক এর স্বত্বাধিকারী মাইনুল ইসলামসহ শাহাতলী বাজার ব্যবসায়ীবৃন্দ।
এসময় আনিসুর রহমান লিটন এর হাতে উপহার টি তুলে দেন মেহেদী এন্টারপ্রাইজ এর পরিচালক ইব্রাহিম প্রধান ও বাবুরহাট ওয়ালটন প্লাজার ম্যানেজার আব্দুর রাজ্জাক।
Leave a Reply