নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী প্রার্থী আ স ম মাহবুব উল আলম লিপন মেয়র হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৩২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১১৬৪৫ ভোট।
৩০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফলাফলটি ভয়েজ অফ চাঁদপুর কে নিশ্চিত করেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো.তোফায়েল হোসেন।
এদিকে শনিবার সকাল ভোট শেষ হওয়ার পূর্ব মূহুত্ব পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সমাগত ছিলো দেখার মত। মেয়র পদে ২ জনসহ সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে ভোটার সংখ্যা ৪৫ হাজার ৩শ’ ৪৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২হাজার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ২২ হাজার ৯৩৩ জন।
Leave a Reply