কলিমুল্লাহ (32) নামের একজন যুবক গত 14/02/2021 ইং তারিখে ষাটনল থেকে কালিপুর বাজার আসার কথা ছিল। কিন্তু লোকটি আর সঠিক সময়ে বাড়িতে ফিরে যায়নি ।
লোকটিকে এলাকার আশেপাশে অনেক খোজার পরেও তার স্বাজনরা তাকে খুজে পায়নি। লোকটির গায়ে ছিল কালো শার্ট ও হাফ হাতা সুয়েটার। লোকটির গায়ের বর্ন কালো এবং উচ্চতা আনুমানিক 5 ফুট লোকটি স্বাভাবিক ভাবে কথা বলতে পারেনা। স্বজনদের ধারনা মোতাবেক লোকটি মতলব কালিপুর বাজারের আসেপাশে থাকতে পারে।
হারিয়ে যাওয়া যুবকটির স্থায়ী ঠিকানা : নাম কলিমুল্লাহ, পিতাঃ আফসার উদ্দিন, মাতাঃ রেজিয়া, গ্রামঃ তনু সরকার কান্দি, পোঃ হোগলাকান্দিথানাঃ গজারিয়া জেলাঃমুন্সিগঞ্জ। যদি কোন হৃদয়বান ব্যক্তি যুবকটির খোজ পেয়ে থাকেন তাহলে নিম্ম ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা গেল।
Leave a Reply