নিজস্ব প্রতিবেদকঃ
একদিকে করোনার মহামারী অন্যদিকে মশা! চাঁদপুর বাসীর জীবন অতিষ্ট। দিন দিন যে হারে মশা বাড়ছে মানুষ নানা রকম বিপাকে পড়ছে।সময় মত প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় মশার বৃদ্ধি দিন বাড়ছে।মশার কামড়ে মানুষ নানা রকম রোগ বালাই এ আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু, ম্যালারিয়ার মত রোগ সহজেই মানুষের শরীরে প্রবেশ করছে।শহরের আশেপাশে কোন প্রকার মশক নিধনের কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এর বৃদ্ধি পাচ্ছে।
শহরের মানুষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় যে মশার জ্বালায় তাহাদের জীবন অতিষ্ট। করোনার এই মহামারী তে স্কুল কলেজ বন্ধ থাকায় তাদের সন্তানরা বাসায় অবস্থান করছে।পড়ালেখা সহ তাহাদের স্বাভাবিক জীবন যাপন করতে অসুবিধা হচ্ছে। সময় মত যদি কোন পদক্ষেপ গ্রহন না করে। পুরো চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে।তাই সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নাওয়ার জন্য চাঁদপুরবাসী পৌর পিতা সহ দ্বায়িত্ব প্রাপ্ত সকলের সু দৃষ্টি কামনা করছে।সময় মত সকল ব্যবস্থা নিয়ে মশার হাত থেকে রেহাই করার জন্য আহবান জানাচ্ছে।
চাঁদপুরের প্রতিটি জেলা উপজেলায় ও ইউনিয়ন গুলোতে মশক নিধন অভিযান চালিয়ে। ময়লা আবর্জনা যাহাতে মানুষ যেখানে সেখানে না ফেলে সে ব্যাপারে সতর্ক করতে জনগণ কে উৎসাহিত করে।
Leave a Reply