বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অন্যতম দুর্বল একটি দল- এটা অধিনায়ক মুমিনুল হকও অস্বীকার করতে পারবেন না। মুমিনুল বাংলাদেশে টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত। সর্বাধিক সেঞ্চুরির মালিক। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর তিনি নিজের ব্যাটিং সত্তাকে হারিয়ে ফেলেছেন।যার প্রভাব পড়েছে পারফর্মেন্সে। যেমন দুই ম্যাচের এই সিরিজে মুমিনুলের সংগ্রহ মোটে ১১ রান!
মুমিনুলের বাজে ফর্ম নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি কিছুটা কূটনৈতিক চালে বলেন, ‘একজন অধিনায়কের জন্য এই সময়টা খুবই কঠিন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তাকে কীভাবে সমর্থন করছি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা মুমিনুলের থেকে বেটার কোন অপশন আমাদের নেই। কাজেই তাকে সাপোর্ট করতে হবে। ম্যাটার অব একটা ইনিংস, ওর সব চেঞ্জ হয়ে যাবে। ‘
সাকিব হয়তো বোঝাতে চেয়েছেন, নেতৃত্বের জন্য মুমিনুলের চেয়ে ভালো আপাতত কেউ নেই। তামিম-মুশফিক-সাকিব টেস্টে নেতৃত্ব নেবেন না বা অনিয়মিত খেলেন। মিরাজ-লিটনরা এখনো জুনিয়র। তাহলে অধিনায়ক হবেন কে? অন্যদিকে মুমিনুল টেস্ট ক্রিকেটটা হৃদয় দিয়ে ভালোবাসেন। এটা নিয়ে ভাবেন। কারণ তিনি একটা ফরম্যাটেই খেলেন। তাই হয়তো মুমিনুলের চেয়ে সেরা অপশন আপাতত নেই বলে মত সাকিবের।
Leave a Reply