টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের কাছে নতুন জামা চেয়ে না পেয়ে তাসলিমা আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামের আজমত আলীর মেয়ে।
সোমবার রাতে নিজ ঘরের ধরণার সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাসলিমা।
পুলিশ জানান, তাসলিমা আক্তার কয়েকদিন ধরে তার মায়ের কাছে নতুন জামা কিনে দিতে বায়না করে। মা তাকে লকডাউনের অযুহাত দিয়ে পড়ে কিনে দেওয়ার আশ্বাস দেয়। তাসলিমা তা মানতে নারাজ। প্রতিদিনের ন্যায় তাসলিমা সোমবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন জানালা দিয়ে গলায় ফাঁস দিয়ে তাসলিমাকে ঝুলতে দেখেন। লোকজন দরজা ভেয়ে ঘরে ঢুকে পুলিশকে খবর দেয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, পরিবারের লোকজন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিনাময়না তদন্তে মৃতদেহ দাফনের আবেদন করেন। পরে ওসি স্যারের নির্দেশে পরিবারের লোকজন তাসলিমার মৃতদেহ দাফন করেন।
Leave a Reply