এ আয়োজনে পূর্ণিমা বলেন, ‘সবাই বিদেশি পণ্যের সঙ্গে কাজ করে। কিন্তু আমি এই দেশি পণ্যের সঙ্গে কাজ করছি। রিবানার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগেই আমি রিবানার পণ্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ব্যবহারও করেছি। রিবানার প্রতিটি পণ্য প্রায় শতভাগ গুণগত মানসম্মত। রিবানার পণ্য এখন আমাজনে পাওয়া যাবে। বিশ্বের যেকোনো জায়গা থেকে রিবানার ওয়েবসাইটে পণ্য অর্ডার করা যাবে।’

রিবানা নেতৃত্ব, সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সে জন্য ২০১৯ সালে রিবানা ‘ইউএনডিপি ফর দ্য ইয়ুথ কো-ল্যাব প্রোগ্রাম’-এ স্বীকৃতিও পেয়েছে।
বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে রিবানা। এর নিজস্ব কোনো দোকান না থাকায় ওয়েলবিং ফার্মেসি, এসএ করপোরেশন, স্মার্ট শপিং বিডি, কার্নেসিয়া, হাইলাইট ইউ সিটিজি, এফজেট কসমেটিকসহ (ফেনী) মোট ৩৫টির বেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য বিপণন করছে।
রিবানার পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.ribana.com.bd ঠিকানার ওয়েবসাইটে।
Leave a Reply