শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ এর ১৯৯১-৯৩ ব্যাচ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাচের সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে একত্রিত করে সুখে দুঃখে পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার বিকেলে পুরান বাজার ডিগ্রি কলেজ হলরুমে মোঃ রেহান মাসুদ শিবলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ৯৩ ব্যাচের শিক্ষার্থী মানসুর আহমেদ এর পরিচালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শোয়ায়েব, (ভূগোল বিভাগ), ফেরদৌসী বেগম, (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), আল আমীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান মজুমদার, চাঁদপুর সংবাদ এর প্রকাশক ও সম্পাদক আব্দুর রহমান প্রমূখ। শিক্ষার্থীরা বলেন- এক কলেজে একই সাথে পড়াশোনা করেছি।
আজ তাদের মধ্যে কেউ অট্টালিকায় কেউ অসহায়, এটা হতে পারেনা। তিনটি বিভাগ তথা বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে ১৯৯১-৯৩ সলে যারা অধ্যয়ন করেছে তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পরষ্পরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে খুব শীগ্রই। সাধ্যনুযায়ী আমরা প্রত্যেকের খোঁজ খবর নিবো। এ চিন্তাচেতনা থেকেই আজ আমাদের একত্রিত হওয়া। তারা বলেন- ২৯ বছর পূর্বে এ কলেজ থেকে আমরা পরিক্ষা দিয়ে বের হয়েছি।
সে সময়ের স্মৃতি অজান্তেই আমাদের ভাবায়। তাই সম্মানিত শিক্ষকমণ্ডলীর সহায়তায় তৎকালীন সময়ের তিন বিভাগের সকল শিক্ষার্থীর ঠিকানা বের করে তাদেরকেও আমাদের সাথে যুক্ত করবো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৯১-৯৩ ব্যাচ এর শিক্ষার্থী আক্তার হোসেন পলাশ, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ দাদন প্রধানীয়া, আঃ রব প্রধানীয়া, মনির হোসেন সহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
Leave a Reply