সাদা পোশাকে বাংলাদেশের ব্যাটিংধস কিছুতেই কাটছে না। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট হারানোর ঘটনাও ঘটেছে। টপ অর্ডার ধসে পড়েছে আলগা শট খেলে। আউটগুলো অত্যন্ত দৃষ্টিকটু ছিল।
এ ছাড়া অযথা দ্রুত রান নিতে গিয়ে রান আউটের ঘটনাও ঘটেছে। আসন্ন উইন্ডিজ সফরে এই দৃশ্য আর দেখতে চায় না বাংলাদেশ। শিষ্যদের উদ্দেশে সমস্যা সমাধানের জন্য কিছু উপদেশ দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের সিডন্স বলেন, ‘নতুন বল খেলা সব দলের জন্যই চাপের, সব সময়ই কঠিন। আমরা মানসিকভাবে শক্ত থাকা নিয়ে কথা বলেছি, টেকনিক নিয়ে কথা বলেছি। মারার বল না পেলেও মেরে দেওয়া যাবে না। আমরা যেমন দেখেছি জয়কে গোটা দুই আলগা শট খেলতে। এ ধরনের শট খেলা যাবে না। চাপে পড়ে একটা রান আউট হয়েছে, যেটা উচিত নয়। এ ধরনের ছোট মুহূর্তগুলো পরের ব্যাটসম্যানের ওপর চাপ সৃষ্টি করে। ‘
বাংলাদেশের কোচদের মুখে এ কথাগুলো নতুন কিছু নয়। প্রতিটি সিরিজের আগেই এসব বলা হয়ে থাকে, কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা যায় না। সিডন্স তাই এই টোটকাগুলো মাঠে প্রয়োগের নিশ্চয়তা চান, ‘আমাদের নিশ্চিত করতে হবে যেন এসব দূর করতে পারি। নিশ্চিত করতে হবে যেন প্রতিপক্ষ উইকেট আদায় করে নেয়। ওয়েস্ট ইন্ডিজে গেলে ছেলেদের এটাই বলব আমি, প্রতিপক্ষকে উইকেট অর্জন করে নিতে দাও। ভালো ক্রিকেটার আছে আমাদের, কোনো সন্দেহ নেই। তবে আমরা সিলি ভুল করি, এসব বন্ধ করতে হবে। ‘
আইএসএসবিতে ক্রিকেটারদের মানসিক ক্লাসে তিনি বলেন, ‘যদি কেউ নিজের কাছে ভালো হয় এবং ক্রিকেটবোধ ভালো থাকে, তাহলে এটা অবশ্যই সহায়তা করবে। তবে আমাদের নিশ্চিত করতে হবে এসবকে ক্রিকেটে কাজে লাগানো। প্রভাব রাখার মতো খুব বেশি সময়ও তো আসলে নেই। ওরা সেই একই খেলোয়াড় থাকবে, কাজেই আমার মনে হয় না মানসিক শক্তির ব্যাপারটি খুব প্রভাব রাখবে। দু-একটি ব্যাপার কাজ করতে পারে। দেখা যক, ওয়েস্ট ইন্ডিজে গেলে বোঝা যেতে পারে। ‘
Leave a Reply