শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ জুন(রবিবার) দুপুরে ৯নং ওয়ার্ড বাহেরচর বাজারে বিট পুলিশিং সভায় বিট অফিসার, মোঃ শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী, সভাপতির বক্তব্য রাখেন নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সউদ আল নাছের।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু সুলভ। আপনারা যেকোনো আইনি সহায়তার জন্য আসবেন আমরা দিতে প্রস্তুত। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গিবাদ রোধে জনপ্রতিনিধিসহ সকলে মিলে কাজ করে আমাদের কে সহযোগিতা করবেন। আপনাদের আইনি সেবা দিতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। কোনো প্রকার সমস্যা সম্পর্কে আতংকিত ও ভীত না হয়ে আমাদের অভিহিত করুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহেরচর তদন্ত কেন্দ্র ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা, ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ সরকার, ইউপি সদস্য বাচ্চু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর থানা এ এসআই এয়াকুবসহ পুলিশ সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply