মামুন হোসাইনঃ
চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভায় অবস্হিত কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি.পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব মোঃ শরিফুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।১৬ জুন বৃহস্পতিবার ১১ঘটিকায় সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক রাজিব মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিঠু।
তিনি বলেন তোমারা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছো তাদের জন্য আমি দোয়া করি তোমারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পার। এবং শতভাগ পাশ করে এই বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পার। সেই সাথে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন।
প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছেন।আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাহুল,আওয়ামী লীগ নেতা মোবারক ইমান অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ । বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply