নিজস্ব প্রতিবেদকঃ
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর সহ সারাদেশের সকল স্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের ছাত্রজনতা ও সর্বসাধারণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
এ সময় বলেন, ‘পবিত্র ঈদুল আজহার আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সবাই সামিল হোক। সুখী-সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ-সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠুক। এই শুভ কামনায় চাঁদপুর জেলাবাসীসহ দেশের সব মানুষের প্রতি রইলো ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।‘
তিনি বলেন, মুসলিম উম্মার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। মাহে রমজান এবং ঈদুল ফিতর শেষে দুই মাস দশ দিন পর আমাদের মাঝে এসে হাজির হয়েছে জিলহজ্জ মাস। যে মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আযহা। আগামীকাল ঈদের নামাজ শেষে বাহ্যিকভাবে পশু কোরবানির মাধ্যমে নিজেদের সকল ভেদাভেদ ভুলে, মনের পশুত্বকে বিদায় করার সর্বোচ্চ মনোবাসনা নিয়ে মুসলিমগন কোরবানি করবে।
ঈদুল আজহা প্রতিটি হৃদয়ে বয়ে আনুক বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
খাঁন মুহাম্মদ আবুবকর সিদ্দিক
সাবেক সভাপতি চা.স.ক।
Leave a Reply